প্রিয় দেশবাসীকে পবিত্র ঈদুল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন ডা.এম.এ.মান্নান







 প্রেস বিজ্ঞপ্তিঃ  নাগরপুর সহ প্রিয় বাংলাদেশের সর্বস্বরের নাগরিকদের পবিত্র ঈদুল আযহারের শুভেচ্ছা ও অভিনন্দন এবং শান্তি কামনা করে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ব্যবস্হাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ডা.এম.এ.মান্নান বলেন- -                  নাগরপুর সহ দেশের সব নাগরিকদের জানাচ্ছি ঈদ মোবারক,ঈদ মোবারক এবং  আমার সালাম,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। 

"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম"
-আল্লাহ আমাদের এবং আপনার (ইবাদত) কবুল করুন,আমিন। 

জ্বনাব ডা.এম.এ.মান্নান দেশের সকল নাগরিকদের দৃষ্টি আর্কষন করে আরও বলেন-

♦ঈদ মোবারকের পবিত্রতা রক্ষা করুন।
♦সকল প্রকার পাপাচার থেকে দুরে থাকুন।
♦বেশী বেশী ফরজ ইবাদত,সুন্নাহ ও নফল ইবাদত সহ সকল প্রকার সহিহ আমল করুন।
♦মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ ও বাঁচার জন্য মহান আল্লাহ কাছে বিশেষ প্রার্থনার মাধ্যমে সাহায্য কামনা করুন।                                    ♦বন্যায় কবলিত অসহায় মানুষের পাশে থেকে সাধ্যঅনুযায়ী সহযোগিতা করুন। 
♦ঈদ উপলক্ষে-- কর্মহীন,দুস্থ,অসহায়,বিধবা,গরীর শ্রেনীর মানুষকে অর্থ/খাদ্য সামগ্রী /পরামর্শ /বস্ত্র /চিকিৎস্যা দিয়ে সাধ্যঅনুযায়ী সহযোগিতা করুন এবং খোঁজ খবর রাখুন।                                            ♦সকল আত্বীয়-স্বজনদের খোঁজ খবর নিন এবং তাদের সাথে সু সম্পর্ক অটুট রাখুন। 
♦বাংলাদেশ সহ বিশ্ববাসীর জন্য করোনা ভাইরাস ও বন্যা সহ সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্তির জন্য মহান আল্লাহ দরবারে দোয়া করুন।
♦করোনা প্রতিরোধে ও বন্যা বিষয়ে সরকারের দেওয়া সকল নিয়ম কানুন মেনে চলুন।
♦ঘরে থাকুন,ঘরে থাকুন,ঘরে থাকুন।
♦স্বাস্হবিধি মেনে চলুন। 
♦স্বাস্থ্য বিষয়ক পরামর্শ করতে আইইডিসিআর,উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী হট নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের মেডিকেল টিমের সাথেও যোগাযোগ করতে পারেন।

মহান আল্লাহ পাক যেন,পবিত্র ঈদুল আযহারের  উসিলায় আমাদের সকলকে হেফাজত করেন এবং সকল গুনাহ মাফ করেন,আমিন।
পরিশেষে বলতে চাই-সবাই ভাল থাকুন,সুস্হ থাকুন-আল্লাহ হাফেজ। 

----শুভেচ্ছান্তে----
ডা.এম.এ.মান্নান-আরটি
হোমিওপ্যাথিক মেডিসিন কনসালটেন্ট ও এমডি
মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র.
চিকিৎসক রেজি.নং২৯১৭১ 
নাগরপুর,টাংগাইল।
০১৭২১৪০৬৭২০
mannan4ulive@gmail.com

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ