ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি:বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রালয়ের অধিভুক্ত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড অধীনে পরিচালিত ডিএইচএমএস প্রফেশনাল কোর্সের প্রথম,দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের ফলাফল আজ প্রকাশ হয়েছে।
আজ সোমবার,২৭ জুলাই ২০২০খ্রি. বোর্ডের হল রুমে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এর সুযোগ্য চেয়ারম্যান,হোমিওরত্ন ডা.দিলীপ কুমার রায়ের নিকট ফলাফল হস্তান্তর করছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা.শহিদুল ইসলাম ভূঁইয়া।
ফলাফল হস্তান্তর সময় উপস্থিত ছিলেন বোর্ড রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডা.মোঃ জাহাঙ্গীর আলম, বোর্ড সদস্যদের মধ্যে ডা.শেখ মোঃ ইফতেখার উদ্দিন ডা.আশিস শংকর নিয়োগী, ডা.কায়েম উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ডা.কামরুজ্জামান ভূঁইয়া, টাংগাইল হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুযোগ্য অধ্যক্ষ ডা.সাহিদা আক্তার, কল্যাণ ট্রাস্টের সভাপতি ডা.মোঃতোফাজ্জল হোসেন,সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা.তারিকুজ্জামান সোহেল প্রমুখ।
