সম্মিলিত হোমিওপ্যাথি জোটের উদ্যোগে হোমিওপ্যাথি উন্নয়নে ১১ দফা দাবিতে সংবাদ সম্মেলন






নিজস্ব প্রতিবদেক:
করোনা, ডেঙ্গু চিকুনগুনিয়াসহ যে কোন মহামারীতে হোমিওপ্যাথিক চিকিৎসা সুনামের সহিত ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তারপরেও সরকার হোমিওপ্যাথি উন্নয়নে গুরুত্ব দিচ্ছে না এমত অবস্থায় হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে ১১ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন সম্মিলিত হোমিওপ্যাথি জোট।

  রবিবার, ২৬ জুলাই ২০২০ খ্রি.সকাল ১০.০০ টায় জাতীয় প্রেস ক্লাব এর ভিআইপি হলে হোমিওপ্যাথি চিকিৎসা উন্নয়নে ১১ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মিলিত হোমিওপ্যাথি জোটের আহ্বায়ক ডাঃ মোঃ আরিফুর রহমান মোল্লার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে  আরো উপস্থিত ছিলেন সম্মিলিত হোমিওপ্যাথি জোটের সদস্য সচিব ডাঃমোঃ মুজিবুল্লাহ মজিব সহ হোমিওপ্যাথি জোটের অন্যান্য নেতারা।

এ সময় বক্তারা বলেন হোমিওপ্যাথি চিকিৎসা বিশ্বের ন্যয় বাংলাদেশে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করন। তাই এই চিকিৎসা আরো গতিময় করার জন্য তারা ১১টি দাবি সরকারের নিকট পেশ করেন।

 ১১ দফা দাবিসমৃহ হলো---
১. বিশেষ বিবেচনায় এক হাজার BHMS এবং এক হাজার D. H.M.S চিকিৎসকদের চাকরি ব্যবস্থা করতে হবে।

২. হোমিওপ্যাথিক কাউন্সিল ও হোমিওপ্যাথিক চিকিৎসা বাস্তবায়ন চাই।

৩. বিভাগীয় পর্যায়ে সরকারি ভাবে ডিগ্রী ও ডিপ্লোমা কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে।

৪. জাতীয়ভাবে হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার স্থাপন করতে হবে।

৫. হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।

৬. বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেেজর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ১০০% করতে হবে।

৭. ভারতের আয়ুস মন্ত্রণালয়ের অনুকরণে পৃথক হোমিওপ্যাথিক মন্ত্রণালয় ও হোমিওপ্যাথিক পরিদপ্তর করতে হবে।

৮. DHMS চিকিৎসকদের জন্য শিক্ষা আইন শিথিল করে উচ্চতর শিক্ষার সু-ব্যবস্থা করতে হবে।

৯. প্রতিটি রাষ্ট্রীয় দপ্তরে C.M.H সিটি কর্পোরেশন এবং পাবলিক বিশ্ববিদ্যালয় চিকিৎসক নিয়োগ করতে হবে।

১০. M.H.M.S চিকিৎসকদের মান ডিগ্রীর সমমান করতে হবে।

১১. A.M.C তে নিয়োগ প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসকদের রাজস্ব খাতে স্থানান্তর ও পি.এস সির মাধ্যমে নিয়মিত নিয়োগের ব্যবস্থা এবং ইন্টানী চিকিৎসকদের ভাতার ২০০০ টাকা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ