নোবিপ্রবি প্রতিনিধি
'মুজিবর্ষের আহ্বান, ৩ টি করে গাছ লাগান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ করছে বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা(নোবিপ্রবি)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশকে প্রাকৃতিক দূর্যোগ থেকে পরিত্রাণের জন্য মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গতকাল রবিবার নোবিপ্রবি ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান নাইম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, শহীদ মিনারে ও প্রশাসনিক ভবনের সামনে মোট ১৫ টি গাছ লাগান।
বৃক্ষরোপণের ব্যাপারে শাখা ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান নাইম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক "মুজিব বর্ষের আহবান ৩ টি করে গাছ লাগান" স্লোগানকে অনুসরণ করে, আমাদের কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় লেখক ভট্টাচার্য্য দাদার এর অনুপ্রেরণা ও পরামর্শে এবং নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে করোনা কালীন সময়ে নিজ বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করলাম। 'মুজিব বর্ষের অঙ্গীকার; দেশ হবে সবুজের সমাহার'।
