মো:রাসেল হোসেন, শ্রীপুর (মাগুরা)প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলার রাজাপুর গ্রামের ইসরাফিল শেখ (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধীকে জমা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকেরা বাঁশ দিয়ে পিটিয়ে ডান হাত ও পাঁ ভেঙ্গে দিয়েছে। ইসরাফিল শেখ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসি জানান,স্থানীয় প্রভাবশালীদের কারনে ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় রয়েছেন মানসিক প্রতিবন্ধী পরিবারটি।
পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার আমলসার ইউনিয়নের রাজাপুর গ্রামের মানসিক প্রতিবন্ধী ইসরাফিল শেখ পিতা মানসিক প্রতিবন্ধী আব্দুর সালাম শেখের সাথে প্রতিবেশি আলিরাজ শেখ গংদের দীর্ঘদিন যাবৎ জমা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
গত ২২ জুলাই বিকালে মানসিক প্রতিবন্ধী ইসরাফিল শেখ তার বাড়ির প্রবেশ পথ বাঁশ দ্বারা বন্ধ করে দিলে তার প্রতিপক্ষ মোঃ আলীরাজ, মোঃ বিল্লাল শেখ, মোঃ হালিম শেখ, মোঃ আলিমদ্দিন, মোঃ মন্নু শেখদের সাথে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে অভিযুক্তরা প্রতিবন্ধী ইসরাফিলকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ডান হাত ও পা ভেঙ্গে দেওয়াসহ গুরুতর জখম করে।
ইসরাফিলের চিৎকার শুনে প্রতিবেশি মোঃ সিরাজ শেখ, আকমল শেখ, মনসুর আলী বিশ্বাস তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়। বর্তমানে ইসরাফিল সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ইসরাফিলের পরিবারের ৫ সদস্যের মধ্যে ৩ জনই মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে।
এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনর্চাজ মোঃ আলী আহমেদ মাসুদ বলেন, আমি ঘটনাটি শুনেছি তদন্তকারি অফিসার এস আই রাসেলকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বলেছি।
