ধোবাউড়া থানা পুলিশের উদ্যোগে বন্যার্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ






স্টাফ রিপোর্টার, আর.জে মিজানুর রহমান ইমন  :  ময়মনসিংহের ধোবাউড়া থানা পুলিশের উদ্যোগে বন্যার্তদের মাঝে, ত্রান সামগ্রী বিতরণ। ধোবাউড়া থানার ওসি আলী আহম্মদ মোল্লা বলেন,  ময়মনসিংহ জেলা পুলিশ সুপার জনাব  আহমারুজ্জামানের, নির্দেশে, পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) এর পক্ষ থেকে ধোবাউড়ায় বন্যা দূর্গতদের ভানবাসি মানুষের মাঝে  আমরা অল্প  কিছু বিতরণ  করতে পেরে খুব খুশী লাগছে, বিতরণের মধ্য ছিল, পোলাও এর চাল,সেমাই, চিনি,তৈল,পেকেট দুধ, থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লার সার্বিক  সহযোগিতায়  বন্যা দূর্গতদের মাঝে ২৯/জুলাই বুধবার,দূপুর ২টায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রান পেয়ে খুব খুশী ত্রান নিতে আশা মানুষ,এসময় (পুনাকের) পক্ষে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা(ডিবি)'র এসআই আনোয়ার হোসেন,এস আই কামরুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লা,ওসি তদন্ত চাঁদ মিয়া।সহযোগিতায় ছিলেন,এস আই খালেক, এস আই রতন নাগ,এএস আই হেলাল উদ্দিন, এএসআই  সাইকুল ইসলাম,এএসআই আব্দুর রাজ্জাক, সহ অন্যান্য পুলিশ সদস্য বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ