হরিরামপুর উপজেলা বের জাল(ছোট ফাঁসের জাল) দিয়ে মাছ ধরার উৎসব চলেছে






আব্দুর রাজ্জাক হরিরামপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি: হরিরামপুর উপজেলা  চালা ইউনিয়ন ও রামকৃষ্ণপুর ইউনিয়নের পিয়াচ চর দিয়ার বিল আশ্রয়নের  এলাকায় অবৈধ ভাবে বের জাল (ছোট ফাঁসের জাল)দিয়ে অবৈধ ভাবে  মাছ ধরা হচ্ছে ,এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এলাকাবাসী আরো বলেন,অবধৈভাবে মাছ ধরা জেলেদের নৌকায় ইঞ্জিন চালিত হওয়ার কারনে  নৌকার ঢেউ এসে অনেকের বাড়ি ঘরে আঘাত করে।

 এতে যাদের বাড়িতে পানি উঠেছে তাদের অনেক  সম্যাসা হচ্ছে বলে  জানায় স্থানীয় এলাকাবাসী।উক্ত এলা বাসী বলেন দ্রুত যেন প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নেয় এই দাবি জানায় এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ