আশিকুজ্জামান মিজান গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহ গফরগাঁওয়ে ‘স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি, করোণার বিস্তার রোধ করি’ স্লোগানে স্বাস্থ্য সেবা গ্রহণকারীদের সচেতনতা বৃদ্ধিতে মাস্ক পরিধান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় গফরগাঁও ডায়াবেটিকস এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।
মঙ্গলবার বিকেলে শহীদ বেলাল প্লাজায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন গাইনী কনসালটেন্ট ডা. আফরোজা বেগম, ডা. সুলতান আহমেদ, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জিল্লুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক রুকনুদ্দীন সবুর, সাংবাদিক রফিকুল ইসলাম, আতিকুল্লাহ প্রমুখ।
ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম বলেন,জেলা প্রশাসক করোনা বিস্তার প্রতিরোধে মাস্ক পরিধান ক্যাম্পেইন পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় আমাদের প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক রোগীদের মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করা হয়
