অসহায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের অনুদান প্রদান করেন এমপি গোলাম দস্তগীর





নারায়গঞ্জ প্রতিনিধি,মোঃ শিপনঃ

করোনাভাইরাসের প্রথিবী স্তব্দ।কিছুকিছু স্বাভাবিক হলে আজো স্বাভাবিকতা পায়নি স্কুল গুলো।আর তার ই ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলগুলো।অসহায় শিক্ষক কর্মচারী।তাদের পাশে দারতে এগিযে আসেন নারায়ণগঞ্জের রুপগঞ্জের এমপি জনাব গোলাম দস্তগীর গাজি।

জনাব গোলাম দস্তগীর গাজি অনের আগে গোষনা করেছিলেন এ অনুদানের কথা। যা  বাস্তবতায় রুপদার করেন নিজ হাতে চেক প্রদান করে।অসহায় এ শিক্ষদের মাজে  ইদ পূর্বে চেক তুলে কিছুটা হলেও হাসি ফুটাতে পেরেছেন।

স্থানিয় চেক পাওয়া শিক্ষদের সাথে কথা বলে যানা যায় যখন তাদের জীবন প্রায় কোনঠাসা হয়ে না পারে তারা করো কাছে হাত পাততে না পারে পেশা পালটিয়ে নতুন কিছু করতে।এমন মানবেতর জীবন জাপনে তারা যখন, এমন ই সময়ে এগিয়ে আসে  এমপি গোলাম দস্তগীর গাজী।তার এ সহায়তায় তারা সন্তস্টু ও তার প্রতি কৃতঘ্ন।


মহামারি করোনা ভাইরাসের   কারনে দির্ঘদিন বন্দ থাকা এ শিক্ষদের এ অনুদানে ফিরে আসে জীবনে অাসে সস্তির নিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ