গত ঈদের মতো এ ঈদেও দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকদের ঘরে ঈদের উৎসব নেই,

 


আব্দুর  আব্দুর রাজ্জাক 
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় ও আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় দারুল আরকাম মাদ্রাসা। বাংলাদেশের হতদরিদ্র পরিবার শিশুদের মাঝে ইসলামি শিক্ষা প্রচার ও প্রসারের লক্ষ্য প্রতিষ্ঠিত হয়।

উক্ত মাদ্রাসায় নিয়োগ দেওয়া হয় কোরআনের হাফেজ ও সর্বোচ্চ উচ্চশিক্ষিত ফাযিল ও অনার্স  মাস্টার্স মেধাবী আলেম ওলামাদের খুবই দুঃখের বিষয় হলো এই সর্বোচ্চ শিক্ষিত আলেম ওলামাদের  সাত মাস যাবত বেতন ভাতা বন্ধ রয়েছে। 

এ সময় দেশের  এই ক্রান্তিলগ্নে নির্দিধায় সাথে সরকারি নির্দেশনা মানুষের কাছে প্রচার করে যাচ্ছে তাদের বেতন ভাতা ৭মাস যাবত বন্ধ। দারুল আরকাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সেই মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতা  বন্ধ রয়েছে ,মাদ্রাসা প্রকল্প অনুমোদনও হয়নি এখনো  দারুল আরকাম মাদ্রাসা খুব সুন্দর ভাবেই শুনামের সাথে চলতে ছিলো এই মুহূর্তে করোনা ভাইরাস মহামারী কারণে শিক্ষক ও শিক্ষিকাদের ৭মাস যাবত বেতন ভাতা নাপেয়ে খুব কষ্টে দিন অতিবাহিত করেছে,  গত ঈদের মতো এই ঈদেও দারুল আরকাম মাদ্রাসার শিক্ষকদের ঘরে ঈদের আমেজ নেই, উৎস নেই, নেই কোন আনন্দ। 

মানুষ যেখানে ১মাস বেতনহীন চলতে পারেনা সেখানে দারুল আরকাম শিক্ষকরা ৭ মাস বেতনহীন মানবতের দিন অতিবাহিত করছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ