খোন্দকার আব্দুল্লাহ বাশার।
খুলনা ব্যুরো প্রধান: ঝিনাইদহ মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউনিয়নে পানিতে ডুবে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫ টার দিকে উপজেলার ১ নং ওয়ার্ড গুড়দহ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়,শনিবার ভোরের দিকে গুড়দহ গ্রামের আব্দুল খালেক মিয়ার মা ঘরের পাশেই বয়ে যাওয়া বড় গহিন পুকুরের পাশে গোসল করার সময় পুকুরে পরে ডুবে মারা যায়।
বৃদ্ধা মহিলার মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারের ছেলেরা ও গুড়দহ গ্রামে যেনো শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে গ্রামের লোকজন বলেন, আসলে খুবই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা আমরা বৃদ্ধা মহিলার বিদায়ী আত্বার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
