মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের নবাবগঞ্জ পুটিহার ও পুদিমহার গ্রামের ডিসের তারকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গতকাল আনুমানিক বিকাল ৩ টায় ট্রলিতে লেগে ডিসের সংযোগ ছিড়ে যায়। ডিসের তার জোড়া দেওয়ার কথা বললে ট্রলি ড্রাইভার ক্ষিপ্ত হয় এবং ট্রলি ড্রাইভার ও খোকন এর সাথে ধাক্কাধাক্কি হয়। রাতে গ্রামে বিচার দিলে পুদিমহার গ্রামের প্রায় একশত লোকজন ২টি ট্রলি আর নছিমন এ করে পুটিহার গ্রামে আসে। রাত আনুমানিক ১০টায় পুদিমহার গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে খোকনের উপর হামলা করে তাকে বাচাতে এগিয়ে গেলে তার ভাই বাবুল ও স্ত্রী জমিলা বেগমের উপর আক্রমন চালায় এসময় পুদিমহার গ্রামের লোকজন লাঠিসোডা, পাঁচা,চাকু দিয়ে তিনজনকে বেধর মারপিট শুরু করে তাৎক্ষনিক পুটিগ্রাম গ্রামের লোকজন দিশকুল না পেয়ে তাদের উপর আক্রমন চালায় এবং তাদের হাত থেকে খোকন বাবুল ও জমিলা বেগমকে উদ্ধার করে। পুটিহার গ্রামের লোকজনের পাল্টা আক্রমন দেখে পুদিমহার গ্রামের লোকজন পালিয়ে যাওয়ার একপর্যায়ে সাত জনকে আটক করে ঘরে বন্দি করে রাখে। থানায় খবর দিলে এসআই জুলফিকার এর নেতৃত্বে একটিদল ঘটনা স্থলপরিদর্শন করে দুটি ট্রলি একটি নছিমন সহ তাদের ব্যবহৃত লাঠি, পাঁচা, চাকু উদ্ধার করে থানায় নিয়ে আসে ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
