দিনাজপুরে বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন




মামুনুর রশিদ, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরে বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-দিনাজপুর অফিসের বাস্তবায়নে ও দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বৃক্ষরোপণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষ বিতরণ করা হয়।

 দিনাজপুর শহরে খামার ঝাড়বাড়ী মিশন রোডে সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ ভারসাম্য রক্ষার লক্ষ্যে ঘাগড়া খালের পাশে গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষ বিতরণ করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এর সহধর্মিনী মিসেস তৌফিকা আহমেদ।বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ শেষে দোয়া কামনা করা হয়।এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের রংপুর জোনের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, ঠাকুরগাও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-দিনাজপুর এর নির্বাহী প্রকৌশলী মোঃ ফ‌ইজুর রহমান সহ জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও অন্যান্য সরকারি কর্মকর্তাগণ এবং জেলা স্কাউট এর সদস্যবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ