মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ সিরাজগঞ্জে উল্লাপাড়ায় সুরভী (২০) নামের এক গৃহবধুর লাশ বাড়ির পার্শ্বের ডোবা থেকে উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানার পুলিশ । সে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চর-কালিগঞ্জ গ্রামের সাহেব আলীর ছেলে পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম (২৬)এর স্ত্রী। একই ইউনিয়নের রামকান্তপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুরভী ।
গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ (পিপিএম) জানান এটা হত্যা নাকি আত্মহত্যা ঘটনাটি স্পষ্ট নয়। লাশ ময়নাতদন্তের পর জানা যাবে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি ।
