মোঃ ফিরোজ হোসাইন
রাজশাহী ব্যিরো
রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানলী ইউনিয়নের বিলসুতি বিলে মৎজীবি সমিতির জন্য উন্মুক্তের দাবিতে মানববন্ধন করেন অত্র বিলের চারপাশের এলাকাবাসী।
শুক্রবার সকাল ১০টাই খালিসপুর বাজারে বিলধারের স্থানীয় ২৮০ কার্ডধারী মৎস্যজীবি ও এলাকাবাসী স্বতঃস্ফূর্তে মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্যজীবি সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ এরশাদ আলী,সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মোফাজ্জল হোসেন হীরু, রকিব উদ্দিন, শিশির আহম্মেদ, নিমাই সরকার প্রমুখ।
এসময় বক্তারা উপজেলার হাসানপুর গ্রামের প্রভাবশালী লবিন হাওয়ালাদার এর ছেলে অমূল্য হাওলাদারের মদদে খালিসপুর গ্রামের মৃত মীরজন এর ছেলে আঃ রশিদ প্রাং,বড়বিহানলী গ্রামের নাসির উদ্দীনের ছেলে রেজা মাহম্মুদ সহ অত্র এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি বাঁধ দিয়ে জোর পূর্বক মৎস্য চাষ করার অভিযোগ করেন।
এসময় বক্তারা ধানী জমিতে দীর্ঘ দিন মৎস্য চাষের ফলে ভূমির আইল এবং সীমানা নির্ধারণ কঠিন হয়ে পড়া এবং সমতল জমি উঁচু-নিচু হয়ে চাষের অনুপযোগী হওয়ার কথা বলেন।
বিল উন্মুক্ত না থাকায় বিলের চারপাশের হাজার হাজার মৎস্যচাষী মানবেতর জীবনযাপন করছে।
এজন্য অতি দ্রুত বিলসুতি বিলটি উন্মুক্ত করে মৎস্যজীবিদের মাছ মেরে জীবিকা নির্বাহ করার সুযোগ করে দেওয়ার জন্য অত্র ইউপি চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার ও মাননীয় জেলা প্রশাসক মহোদ্বয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বিলসুতি বিলের চারপাশের সচেতন মহল। তা না হলে যে কোন সময় অপৃতিকর ঘটনা ঘটার ও সম্ভাবনা করেন তারা।
