কুয়াকাটা প্রতিনিধিঃ নাঈমুর রহমান
ঈদ মোবারক জানিয়েছেন কলাপাড়া উপজেলা ছাত্রলীগ কর্মী মোঃ মাইনুল ইসলাম নোমান
শুক্রবার (৩১ জুলাই ) এক শুভেচ্ছা বার্তায় কলাপাড়া উপজেলা বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা হচ্ছে মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব। এই ঈদে ত্যাগের বিনিময়ে একজন মুসলমান পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে উঠেন। তাই ত্যাগ এবং বিনিময়ের এর আলোকে নিজেকে পরিচালিত করার দীপ্ত শপথ নিতে হবে। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- ঈদুল আযহা মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব,
সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। তাই জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় এই কামনায় সবাইকে মহামারী করোনা ভাইরাস থেকে বাচার জন্য সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অহবান জানান।
👉 ঈদ মোবারক❤
