হরিনাকুন্ডুর পল্লিতে এক কিশোরী প্রতিবন্ধী ধর্ষনের স্বীকার হয়েছে




সম্রাট হোসেন, শৈলকুপা উপজেলা( ঝিনাইদহ) সংবাদদাতাঃ


ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া
ইউনিয়নের দৌলতপুর গ্রামে এক বুদ্ধি ও শারিরীক
প্রতিবন্ধী ধর্ষণের স্বীকার হয়েছে। শুক্রবার সকালে একই গ্রামের মৃত কাঙ্গালী মন্ডলের ষাট বছরের ছেলে সদর মন্ডল তাকে জোরপূর্বক ধর্ষণ ধর্ষণ
করেছে বলে ভক্তভোগীর পরিবার দাবী করেছে ।
ধর্ষীতার মা ও ভাই জানাই সে জন্মথেকেই
শারিরীক ও মানসিক প্রতিবন্ধী অনেক কষ্টে তাকে
মানুষ করছে তার পরিবার।
দীর্ঘ দিন ধরে সদর উদ্দীন তাকে বিভিন্ন প্রলভোন
দেখিয়ে ধর্ষন করে আসছে , ভূক্তভোগির পরিবার
একাধিকবার মানা করলেও কর্ণপাত করেনি সে ,
মানসন্মনের ভয়ে কাউকে বিষয়টি জানাতেও
পারেনি তারা। এ বিষয়ে একই গ্রামের মন্টু মালিতা
জানায় শুক্রবার সকাল আনুমানিক ৯ টার দিকে সে
সদর মন্ডলের পানবরজের ভেতর প্রতিবন্ধীকে
বিবস্ত্র অবস্থায় ধর্ষন করতে দেখেফেলে , মন্টুর
অস্তিত্ব টের পেয়ে সদর পালিয়ে যায় , এসময় সে
প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করে তার বাড়ীতে
পৌছে দেয়। ভুক্তভোগী পরিবারের দাবি সদর
মন্ডলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির
ব্যবস্তা করা হউক যা দেখে বা শুনে আর কোন লম্পট
এ ধরণের অনৈতীক কর্মকান্ড না ঘটাষ
এদিকে বিষয়টি থানা পুলিশের কানে গেলে নবগত
ওসি আব্দুর রহিম মোল্লার নির্দেশে ঐ দিন সন্ধায়
পুলিশ ঘটনাস্থল দৌলতপূর গ্রামে যায় , ধর্ষণের
অভিযোগে অভিযুক্ত সদরকে গ্রেফতারে অভিজান
চালায় এবং অভিযোগ দাখিলের জন্য ভাক্তভোগী ও
তার অভিভাবকদের থানায় নিয়ে আসে । রিপোর্ট
লেখা পর্যন্ত মামলার প্রস্তুতী চলছিলো বলে জানা
গেছে ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ