স্টাফ রিপোর্টারঃ গুলবাগপুর হাটখোলা জামে মসজিদের টাকা নিয়ে তুলকালাম!যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গুলবাগপুর গ্রামের হাটখোলা জামে মসজিদের নিজস্ব অর্থের টাকা হস্তান্তর করা নিয়ে এক তুলকালাম বেধে গেছে।
ভুক্তভোগী মুসল্লী বৃন্দ প্রতিবেদকে জানান অত্র মসজিদের পরিচালনা পর্ষদ গঠিত হয়ে তিন বছর আগে। সেই কমিটিতে সভাপতি ছিলেন ধুলিয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক অত্র গ্রামের মোঃ গোলাম হোসেন, সেক্রেটারী ছিলেন অত্র গ্রামের আ' লীগের বিতর্কীত নেতা আমিনুল ইসলামের মেঝ ভাই রেজাউল ইসলাম, কেশিয়ার ছিলেন অত্র গ্রামের মেম্বর শফিকুল ইসলাম ।
এই সময়ে অত্র এলাকার মুসল্লী ও এলাকাবাসীর দেওয়া বিভিন্ন দানের টাকা উত্তোলন করে তাদের নিজেদের কাছে রেখে। মসজিদের উন্নয়ন মুলক কাজ বাঁকিতে করার কারণে বেশি দাম দিতে হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাদিক মুসল্লী জানান এ-ই কমিটি তাদের দ্বায়িত্ব পালন কালে উত্তোলিত টাকার কোন হিসাব না দেওয়ায় জনগণের চাইবে গত দুই শুক্রবার আগে পদত্যাগ করতে বাধ্য হয়। পদত্যাগের সময়ে খাতা কলমে ৯১ হাজার টাকা মসজিদ ফান্ডে জমা আছে বলে জানান কিন্তু সেই টাকা আজও পর্যন্ত জনগণের সামনে জমা দেয়নি বরং ও-ই টাকা জমা দিতে কালক্ষেপণ করছে। নির্ভরযোগ্য সুত্রে প্রকাশ এ-ই বিতর্কীত কমিটি দ্বিতীয় মেয়াদে দ্বায়িত্ব পালন করতে পায়তারা চালাচ্ছে।
