আবার আসব ফিরে এইচ এম আওলাদ





আবার আসব ফিরে 

আমার সেই ছোট্ট কুটির নীড়ে। 

যেখানে চকাচকি খেলে বুনো হাঁসের দল,

লাফালাফি করে মুরগি শিয়ালের হাঁক।

আমি আবার আসব ফিরে, 

সেই চিরচেনা  সোনালী নীড়ে। 

যেখানে আবেগে আপ্লূত থাকে, 

চিরচেনা স্বজন আমার।

ফিরে আসব আমি 

আমার পিতৃহস্তের তৈরী

সোনাভরা প্রাচুর্যতায় পরিপূর্ণ গৃহে।

যেখানে মজুত হাজার স্মৃতি।

ফিরে আসব আমি সেই আলয়,

যেখানে চিরমলিন হয়ে ভেসে বেড়ায় 

আমার স্বজনের স্মৃতি।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ