মাসুদ রানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃসিরাজগঞ্জে মালশাপাড়া পৌর কবরস্থানের জায়গা দখল করে মার্কেট নির্মাণ এবং মাদক সহ সকল অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে । বৃহস্পতিবার সকাল ১০ টায় মালশাপাড়া চান্দালী মোড়ে সাবেক পৌর কমিশনার ও আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম হাসেম'র উদ্যােগে পৌরবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে কবরস্থানে জায়গা রক্ষা ও মাদকসেবন এবং মাদক ব্যবসায়ীদের কঠোর সর্তক করে বক্তব্য রাখেন,জেলা আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক , জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা ট্যাংলরী মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ডাবলু, ১১,নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন, কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম ও প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক হারুনার রশিদ খান হাসান সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না যখন মালশাপাড়া পৌর কবরস্থান উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এবং সদর উপজেলাকে মাদক মুক্ত ঘোষণা করেছে। কিন্তু বর্তমানে একটি কূচক্রি মহল মাদক ব্যবসা এবং কবরস্থানে জায়গায় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ মেতে উঠেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই অবৈধ স্থাপনা না সরিয়ে নিলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুশিয়ার দেন। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক নেত্রী বৃন্দ এবং সকল পেশাজীবি মানুষ ও এলাকা বাসী অংশ গ্রহণ করে।
