নোয়াখালীতে ভুল চিকিৎসায় প্রাইম ও গুডহিল হসপিটাল এবং সংশ্লিষ্ট ডাক্তারদের বিরুদ্ধে মানববন্ধন


নোয়াখালী প্রতিনিধি,মোঃরুবেল হোসাঈন শুভঃ১০ সেপ্টেম্বর সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ভুল চিকিৎসার স্বীকার হওয়া চার বছরের শিশু মেহেবার পরিবার  এবং সচেতন এলাকাবাসী।

শিশুর বাবা রিয়াজুদ্দিন মিনার বলেন,নোয়াখালী গুডহিল ও প্রাইম হসপিটাল চিকিৎসার নামে অপ চিকিৎসা শুরু করে দিয়েছে। 

যার প্রত্যক্ষ ভুক্তভোগী আমার মেয়ে মেহেবা।তিনি আরো জানান শিশু বিশেষজ্ঞ ডাঃ ইয়াকুব আলী মুনসী,গাইনী বিশেষজ্ঞ ডাঃমুশফিক ও আল্ট্রা বিশেষজ্ঞ ডাঃমাহমুদুর রহমান এবং সার্জন ডাঃসাইফুদ্দিন। এদের অপ চিকিৎসার কারণে মেয়েকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। আমার মেয়ের সামান্য পেটে ব্যথা ছিল। কিন্তু তাতে তারা কসাইয়ের মতো পেটের নিচে ৯ ইঞ্চি কেটে পেলে রক্তাক্ত অবস্থায় আমাকে ডেকে বলে,তাদের দ্বারা নাকি আমার মেয়ের অপারেশন করা সম্ভব না।

পরবর্তীতে তারা আমার মেয়েকে যতদ্রুত সম্ভব তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয় ।একমাস পর আমি মেয়ে নিয়ে এসেছি।

পরীক্ষা -নিরীক্ষা করার পর জানা গেছে মেহেবার পেটে কোনো সমস্যা নাই।তারা কসাইয়ের মতো আমার মেয়েকে মৃত্যুর দিকে ডেলে দিত চাইল।

আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের বিচারের দাবি জানাচ্ছি।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ