মো: আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।।নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিনব কায়দার অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে কৃষক ও ইমাম সেজে গ্রেপ্তার করেছেন এএসঅাই তপন,ও কনস্টেবল রাকিব,২৭/১০/২০ তারিখ :মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের তার নিজ গ্রাম সারুলিয়া থেকে তাকে গ্রেফতার করেন।এএস আই তপন বলেন, মো: শাহিন সাজাপ্রাপ্ত আসামী সে দীর্ঘদিন ধরে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, তারে নামে অদ্য ২৭/১০/২০ খ্রিস্টাব্দে কুমিল্লা চৌদ্দ গ্রাম থানার জিআর নং২২০/১৮ তাকে আদালত ৬ মাসের সাজা ও আর্থিক জরিমানা করেন।এএসআই তপন আরো বলেন আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
