সিরাজগঞ্জে গরু চুরির ভয়ে রাত জেগে পাহারা দিচ্ছে


মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃসিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে গরু চুরির হিড়িক পরেছে। গরু চুরির উপদ্রুপ এলাকার সাধারণ কৃষক বিপাকে পড়েছেন। ঘটনাটি ঘটেছে ভাটপিয়ারী  এলাকায়।  এবিষয়ে চুরি হওয়া গরুর মালিকগন সদর থানায় অভিযোগ করলেও  পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।অভিযোগে জানা যায়, গত (১৪ নভেম্বর) ভাটপিয়ারি এলাকার  মৃত আরস আলী সেখের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৫০) এর ৭৫-৮০ হাজার টাকা  মূল্যের  একটি ষাড় গরু গোয়াল থেকে চুরি করে  নিয়ে যমুনা নদীর দিকে রওয়ানা হয়। এসময় গরুর মালিক চুরির ঘটনাটি টের পেয়ে হৈ-চৈ শুরু করেন। এলাকাবাসির হৈ-হুল্লার সময় চোর তাড়াহুড়া করে গরু নিয়ে ইঞ্জিন চালিত নৌকা যোগে পালানোর সময় চোরের মোবাইল সেট রেখে পালিয়ে যায়। এলাকাবাসি মোবাইল সেটটি উদ্ধার করে থানায় জমা দিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা জানায়, গত মাসে একই এলাকার মোঃ আবুল কাসেম (৭০) ও আহাম্ম্দ আলীর ৩টি গরুসহ প্রায় ডজন খানেক গরু চুরি হয়ে যায়। চুরির বিষয়টি নিয়ে কোন প্রতিকার না হওয়ায় ভাটপিয়ারি গ্রামে আতংক বিরাজ করছে। এলাকাবাসি এখন চুরির ভয়ে রাত জেগে গরু পাহারা দিচ্ছে।এবিষয়ে ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল আলম  জানান, চোরের খপ্পরে পরে হতদরিদ্র কৃষকের  পালিত গরু যা ঐ পরিবারের আয়ের মূল উৎস তা  হারিয়ে কৃষকরা নিঃশ্ব হয়ে  পরছে।এ বিষয়ে সদর থানার এসআই মো. সাইফুল ইসলাম গাসাড়া উত্তর দিয়ে জানান, আমি ছুটিতে এসেছি। আসার সময় ওসি তদন্ত মো. মোস্তফার নিকট অভিযোগ পত্রটি জমা দিয়ে এসেছি।বিষয়টি সরজমিনে তদন্ত করে চুরির উপদ্রুপ থেকে রেহাই পেতে চায় এলাকাবাসি।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ