সাতক্ষীরা জেলা প্রশাসকের উদ্যোগে ঘর পাচ্ছেন বৃদ্ধ রইসউদ্দীন

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকারে, সাতক্ষীরার মানবিক জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর আরো একটি নজিরবিহীন দৃষ্টান্তমূলক কাজ সবাইকে তাক লাগিয়ে দিলেন! কিছু দিন আগে তিনি ফেসবুক এর মাধ্যমে জানতে পারেন, সাতক্ষীরা সদরের খানপুর গ্রামে, রইসউদ্দীন সরদার নামের এক বৃদ্ধের জীর্ণ শীর্ণ একটি ঘর, সেখানে, পরিবারের সবাইকে নিয়ে মাথা গুঁজে থাকতে কষ্ট হয়। 

সাতক্ষীরা' মানবিক জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর বিষয়টি দৃষ্টি গোচর হলে, মুজিব বর্ষের অঙ্গীকার গৃহহীনের ঘর পাওয়ার অধিকার।তিনি তার কার্যালয়ে রইচউদ্দীন কে ডাকিয়ে তাকে ঘর করে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।আর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে, সাতক্ষীরা জেলার প্রথম ঘরটি নির্মাণ হতে যাচ্ছে।এর আগে রইচউদ্দীন এর জন্য সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী কিছু নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী পাঠিয়ে দেন।রোববার (৮নভেম্বর) বিকালে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী পি আইও এয়ারুল হক, আকরামুল ইসলামসহ ছুটে যান সেই বৃদ্ধর জন্য নতুন ঘর তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে, এসময় জেলা প্রশাসক নিজ হাতে কোদাল দিয়ে, মাটি কেটে, ঘরের ভিত্তিপ্রস্তরের কাজ করে উদ্বোধন করেন।১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত হবে এই ঘর।আর এই ঘর পাইয়ে দিতে যারা রইচউদ্দীন সরদার কে সহায়তা করেছেন তাদের নামা না বল্লে নয় তাদের মধ্যে আছেন, জাকির হোসেন, সরদার আবু সাইদ, মহিদুল ইসলাম ও শুভ' নাম  উল্লেখযোগ্য, জয় হোক এমন মানবতার প্রেমিকদের।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ