![]() |
তুহিন রানা (আব্রাহাম) ; খুলনা নগর প্রতিনিধিঃ
খুলনায় কাল থেকে মাস্ক না পরলেই জেল-জরিমানা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় খুলনায় আজ থেকে মাস্ক না পরলেই জেল-জরিমানা করা হবে। রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।জেলা প্রশাসক মো. হেলাল হোসেন জানান, জনবহুল স্থান ও গণপরিবহণে কেউ মাস্ক না পড়লে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও অর্থদণ্ড করা হবে।
এছাড়া গণজমায়েত পরিহার ও গণপরিহনে মাস্ক ছাড়া যাত্রী না তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। সভায় জেলাজুড়ে জনসচেতনা বৃদ্ধিতে প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়। একই সাথে সব উপজেলায় অক্সিজেন ব্যাংক ও হাইফ্লো ন্যাজাল ক্যানোলা স্থাপন নিশ্চিতের আশ্বাস দেয়া হয়েছে।