রুদ্র অয়ন এর অণুগল্প সুখের অসুখ

এক লোক কাজী সাহেবের কাছে এসে জানালেন তিনি তার স্ত্রীর সাথে আর থাকতে চান না, ডিভোর্স চান। 

কাজী সাহেব জিজ্ঞেস করলেন, 'কি জন্যে আপনি ডিভোর্স চাচ্ছেন?'

-আমার ভালো লাগেনা তাই।

: তিনি কি আপনাকে দৈহিক বা মানষিকভাবে কষ্ট দিচ্ছেন?

- না।

: তাহলে কি অন্য কোনও পুরুষের প্রতি তিনি আসক্ত? 

-না তা নয়।

: আপনি কি আর কাউকে ভালোবাসেন?

- না। এটা আমি ভাবতেও পারিনা। 

: তবে ডিভোর্স চাইছেন কেন? উনি কি আপনাকে ভালোবাসেন না? তিনি কি সুন্দরী নয় বা আপনি কি তার কাছ থেকে সুখ পাচ্ছেন না?

- সে আমাকে খুব ভালোবাসে। খুব সুন্দরীও বটে। দৈহিক দিক দিয়েও আমাকে সুখে রাখে। সুন্দর, মার্জিত আর দয়ালু স্বভাবের। বাড়ির যাবতীয় কাজ একহাতে করে এমনকি আমার অফিসের কাজের ফাইলপত্রও আমাকে দেখে দেয়। সে আমাকে সব সময় সুখে রাখার চেষ্টা করে। আমাকে অনেক ভালোবাসে সেই জন্যে ডিভোর্স দিতে চাচ্ছি।

কাজী সাহেব বড় আশ্চর্য হলেন। কোন দোষে তালাক কার্য সম্পাদনা করবেন বুঝে ওঠতে পারছেন না!
অবশেষে খাতায় লিপিবদ্ধ করলেন- সুখে থাকতে ভূতে কিলায়। 


- রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ    

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ