মোহাঃ ফরহাদ হোসেনঃ কয়রা(খুলনা) প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের ২ দিন ব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস গত ৯ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপজেলা রিসোর্স অফিসার মো. নাজমূল হুদা’র পরিচালনায় কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস শুভেচ্ছা বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য শেষে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারি প্রোগ্রামার, পাইকগাছা মৃদুল কান্তি দাস, উপজেলা সহকারি প্রোগ্রামার ও কয়রা লিডামপল বালা। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।