উপমন্ত্রী হাবিবুন নাহারের সুস্থতা কামনায় শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত

  


মোঃএরশাদ হোসেন রনি,মোংলাঃপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের  উপমন্ত্রী হাবিবুন নাহারের সুস্থতা কামনায় ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বাদ আছর ও বাদ মাগরিব বিভিন্ন মসজিদে  উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লীরা। 

এ সময় উপস্থিত ছিলেন মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান, শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মোংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, কবরস্থান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান, বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তৈয়েবুর রহমান, ট্রেডার্স জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদ হাসান, শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের সভাপতি রাজুল ইসলাম সানি, সিনিয়র সহ সভাপতি কাজী মোঃ সাগর, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল আমিন সানি, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সম্পাদক মোঃ সুজন, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ সদস্য সোহান, রাজু, মুন্না, যুব ফোরাম সভাপতি পারভেজ খাঁনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ