শাহীন চাকলাদারের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা সালাম চাকলাদার এর ইন্তেকাল

 

সুমন হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ যশোর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও চাকলাদার পরিবহন এর মালিক সালাম চাকলাদার ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার ১৩ ই নভেম্বর দুপুর ১ টা ১০ মিনিটে ঢাকা সামরিক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৮ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। সালাম চাকলাদার যশোর-৬ কেশবপুর  আসনের এমপি শাহীন চাকলাদারের বড় ভাই। সালাম চাকলাদারের চাচাতো ভাই তৌহিদ ফনটু চাকলাদার জানান। এক সপ্তাহ আগে অসুস্থ হলে ভাইকে দেশের সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সামরিক হাসপাতালে রেফার করা হয়।

সেখানেই বিশিষ্ট ব্যবসায়ী বীরমুক্তিযোদ্ধা সালাম চাকলাদার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এবং দুই মেয়েকে রেখে যান। তার ছেলে পরিবহন ব্যবস্থা সহ অন্যান্য ব্যবসা দেখাশোনা করে বেড়ান এবং দুই মেয়ে বিবাহ হয়ে গেছেন। বড় জামাতা  জামাল হোসেন কূটনৈতিক হিসেবে ভারতে বাংলাদেশ দূতাবাসে অবস্থানরত আছেন এবং ছোট জামাতা বাংলাদেশ বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ