'
আজহারুল ইসলাম মোহনগঞ্জ প্রতিনিধি (নেত্রকোনা)
নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের নারী,শিশু,বয়স্ক,ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর মাধ্যেমে শিশু সিফাত (৬) ফিরে পেল ২২ লক্ষ টাকা দামের হারানো 'লাইফ ককলেয়ার ডিভাইস'।
৬.১১.২০২০ ইং তারিখ) শুক্রবারে শিশু সিফাতকে তার লাইফ ককলেয়ার ডিভাইসটি পরিয়ে পিতা মীর মোসারফ হোসেনের কোলে তুলে দেন, ওসি মোঃআব্দুল আহাদ খান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ তদন্ত পরিদর্শক মোঃআখতারুজ্জামান,নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিসের ডেস্ক অফিসার এস আই রিসাদ আলম, নারী কনস্টেবল বিপাসা,এবং ডিভাইস উদ্ধাকারী এ এস আই এমরুল রসিদ, ও ডেস্ক সার্ভিসে কর্মরত পুলিশ সদস্য গন।
হারানো ডিভাইস হাতে পেয়ে সিফাতের বাবা খুশি হয়ে বলেন,আমার ছেলে যেন এক নতুন জীবন ফিরে পেল,এটি না পাওয়া গেলে নতুন করে আরেকটি ডিভাইস কেনা সম্ভব হত না,তিনি পুলিশের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১/১১/২০২০ ইং তারিখে সিফাতকে রুটিন মত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার মহুত্বে পৌর সভার মোড়ে হারিয়ে যায় ডিভাইসটি,পরের দিন তার বাবা মীর মোসারফ থানায় জি ডি করেন,পরে পুলিশের আন্তরিক প্রচেষ্টায় ডিভাইসটি খুঁজে বের করা হয়।