আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: ''যে ব্যাক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে কিয়ামতের দিন আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন'' (-বুখারী-)
মৌলভীবাজারের বড়লেখার পাকশাইল গ্ৰামের গ্রেট ভিশন এসোসিয়েশনের প্রবাসী শুভাকাংখী ফ্রান্স প্রবাসী জনাব শাহিন আহমদ এর অর্থায়নে ও পাকশাইল গ্রেট ভিশন এসোসিয়েশনের ব্যাবস্থাপনায় ১নং বর্ণি ইউনিয়নের ৩নং ওয়ার্ড সৎপুর গ্রামের 'বায়তুল মোকাররম সৎপুর পুর্ব জামে মসজিদে' নির্মাণ কাজে সহযোগীতা বাবদ ৫৬ হাজার টাকার টাইলস্ দান করা হয়।উক্ত সময়ে উপস্থিত ছিলেন গ্রেট ভিশনের সাবেক সভাপতি এইচ এম ফয়সল বর্তমান সভাপতি শাহীদুর রহমান জুনেদ,সহ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজনীতিবিদ জনাব, মোঃ কামাল উদ্দিন প্রমুখ।