মোঃরেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃমানুষ মানুষের জন্য,,,,
জীবন জীবনের জন্য,,,
একটু সোহানুভূতি কি মানুষ পেতে পারে না,,,,,আসুন সোহানার পাশ্বে দাড়াই,,,
টিউমার আক্রান্ত সোহানার জীবন বাঁচাতে এগিয়ে আসুন। কুলাউড়া উপজেলা রাউৎগাঁও ইউনিয়নের বনগাঁও গ্রামের মনির মিয়ার ছোট মেয়ে সোহানা বেগম (১৩) রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এর ষষ্ট শ্রেনীর মেধাবী ছাত্রী।
গত ১ মাস যাবৎ মুখের ভেতর টিউমার জনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ ডাঃ রেজাউল হকের চিকিৎসা দিন ছিলেন। অবস্থার অবনতি হলে গত ০২/১১/২০২০ ইং ডেন্টিস্ট'স পয়েন্ট এন্ড ম্যাক্সিলোফেসিয়াল কেয়ার সিলেট এ ডাঃহাসান তারেক বিন নুরের অধীনে চিকিৎসাধীন রয়েছে ডাক্তারের মতে যত দ্রুত সম্ভব অপারেশনের ব্যবস্থা করতে হবে । অপারেশন করতে হলে প্রায় ৬০/৭০ হাজার টাকার প্রয়োজন।সোহানার দরিদ্র বাবার পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব না তিনি সকল দানশীল ব্যক্তি ও সকল সামাজিক সংগঠনের সহযোগিতা চেয়েছেন। বিকাশ:-০১৭০৪-৭৩৪৩৪৪ পার্সোনাল মনির মিয়া সোহানার বাবা।