অপেক্ষার রাত আর কাটে না ।
বসে আছি চাঁদনী রাতের আলোয়,
খোলা আকাশের নিচে ।
কখন আসবে গগণের বুক চিড়ে,
এক ফালি উত্তপ্ত সূর্যটার রশ্মি ।
কোলাহলহীন পৃথিবীটাকে বড়ই শান্ত লাগে,
জোনাকিরা চমকে ওঠে ।
মাঝে মাঝে একরাশ দক্ষিণা বাতাস বয়ে যায়,
আঁধারের মাঝে দোলখায় গাছের পাতাগুলো ।
ঝিঁ ঝিঁ পোকার ডাকে ভেঙ্গে যায় ঘুম,
তারারা জেগে ওঠে,
শুরু হয় তাদের বিচরণ মুক্ত আকাশে,
চুপি চুপি কি যেন বলে যায় ।
ল্যাম্প পোষ্টের নিয়ন আলোয়
একাকী বসে, চেয়ে রই নির্জন পথে ।
যখন শুনি পায়ের আওয়াজ উঠে দাঁড়ায়,
ছুটে যাই পিছু পিছু তার খোঁজে ।
ধীরে ধীরে রাত কাটে পৃথিবীর,
কেটে যায় প্রতিক্ষার প্রহর ।
তবুও আমি আশায় বসে থাকি,
পৃথিবী জুড়ে নামবে কখন ভোর ।