হযরত মহানবী (সা.)এর অবমাননার প্রতিবাদে নাগরপুরে বিক্ষোভ ও সমাবেশ


হাসান সাদী,নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি:ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনকারী বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরেও ওলামা কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার ,৬ নভেম্বর ২০২০ খ্রি. বাদ জুম'বা নাগরপুরের প্রাণ কেন্দ্র নাগরপুর সরকারি কলেজ ময়দান  থেকে  এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

নাগরপুরের সর্বস্বরের তৌহিদী নবী প্রেমীকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের  হয়ে নাগরপুরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নাগরপুর সরকারি কলেজ  গেট এসে শেষ হয়। পরে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন নাগরপুরের বিশিষ্ট আলেম সমাজ ও তৌহিদী জনতা।বক্তারা ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের সকল পন্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট কে প্রকাশ্য মাফ চাওয়ার আহবান জানান।

 মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্হিত ছিলেন,নাগরপুর কওমী ওলামা পরিষদ এর সভাপতি ও নাগরপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম হযরত মাও.মো.রফিকুল ইসলাম( দা.বা) ও খতীব হযরত মাও.মো.রফিকুল ইসলাম (দা.বা),নাগরপুর সরকারি কলেজ জামে মসজিদ এর পেশ ইমাম হযরত মাও.মুফতী মো.সাদিক মিয়া,দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মো.মাসুম বিল্লাহ আল মাফি,মুহতামিম মাও.আ.ওহাব,মুফতী মো.শহিদুল ইসলাম,হাফেজ মো.হেলাল,সহকারি প্রধান শিক্ষক মো.মোন্নাফ মিয়া,হাফেজ সিরাজুল ইসলাম,মুফতী নোমান,উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো.জাহিদুল হাসান জাহিদ,বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ,নাগরপুর উপজেলা শাখার সভাপতি ডা.এম.এ.মান্নান,অর্থ সম্পাদক ডা.ওহাব, সাংগঠনিক সম্পাদক ডা.মো.কাউছার খান,হাফেজ মো.আজিম,স্কুল শিক্ষক মো.আলম মিয়া,মো.সাইফুল ইসলাম সহ নাগরপুরের সর্বস্বরের আলেম সমাজ,ব্যাবসায়ীগন,সুশীল সমাজ,সাংবাদিক বৃন্দ গন উপস্হিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ