পটিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

 সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামে  পটিয়ায়  ১,৫০০ পিস  ইয়াবা ট্যাবলেটসহ একজন যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তর কর্মকর্তা।

পটিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা  সুত্রে জানা যায়, ১৩/১১/২০২০ তারিখ সকাল প্রায় ০৮.৪৫ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধি, চট্রগ্রাম  খ  সার্কেল (পটিয়া) কর্তৃক পটিয়া থানাধীন চট্রগ্রাম - কক্সবাজার মহাসড়কস্থ মোজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন এর সামনে হানিফ বাস তল্লাশী করে  ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামি ১ মিয়া হোসেন (২৮), পিতা- মৃত কালা মিয়া, মাতাঃ গুলতাজ খাতুন, সাং- ছোট হাবীর পাড়া, ওয়ার্ড নং-০৭, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার কে হাতেনাতে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে   পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়ছে। মাদক কারবারি মিয়া হোসেন    ইতোপূর্বেও সে ইয়াবা চট্টগ্রাম পাচার করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করছেন বলে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তর কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানা।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ