হরিণাকুন্ডুতে সাংবাদিকদের প্রীতি ফুটবল অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে ঐতিহ্যবাহী ঝিনাইদহ প্রেস ক্লাব ও হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের মধ্যে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেলার শুভ উদ্বোধন করেন ও খেলায়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারমান মোঃ জাহাঙ্গীর হোসাইন।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা ও হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা।

এছাড়াও খেলায় ইউপি চেয়ারমান ফজলুর রহমান, গোলাম মোস্তফা, মোহাম্মদ আলী, কাউন্সিলর ফারুক হোসেন, সমকাল ও ডিবিসি নিউজ এর কুস্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা, বাংলাদেশ প্রতিদিন ও একুশে টেলিভিশন এর কুস্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম, কুস্টিয়া জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সুরুজ, কুস্টিয়া শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মাঞ্জিয়ার রহমান চঞ্চল প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিকে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলায় ঝিনাইদহ প্রেস ক্লাব জয়লাভ করে। খেলাশেষে ঝিনাইদহ প্রেস ক্লাব সভাপতি এম রায়হান ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ