খাদেমুল ইসলাম রাজ, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ করোনার কারণে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঢেম ঢেমিয়া কালীর মেলা গরু- মহিষ এবং ঘোড়া ক্রয়-বিক্রয় ও বৌ বাজার বন্ধ করেছে প্রশাসন।
এই কালির মেলাটি পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও তিন জেলার শেষ সীমানায় প্রতিবছর এ মেলাটি বসে ২নং পলাশবাড়ী ইউনিয়নে আর মেলা শুরু হওয়ার সাত দিন আগ থেকে গরু, মহিষ,ঘোড়া মেলাতে বিভিন্ন যায়গা থেকে আসে এবং পূজার দুইদিন আগ থেকে ক্রয় বিক্রয় শুরু হয় সে হিসাবে মেলাতে মহিষ এবং ঘোড়া ক্রয় বিক্রয় শুরু করার কথা কিন্তু করোনার কারনে এবারই প্রথম মেলাটি বন্ধ রয়েছে।
স্থানীয়দের মতে, এটি ১৫০ বছরের পুরাতন মেলা। মন্দিরে কালীপূজা পালনের মধ্য দিয়ে এ মেলা শুরু হয়। মেলায় রকমারি মিঠাই, সংসারের যাবতীয় জিনিসপত্রের দোকানসহ কসমেটিক্স, মাটির হাঁড়ি-পাতিল, মাছ ধরার নানা সামগ্রী এবং বিনোদনের জন্য বসানো হয় নাগর দোলা ও চরকি। ঐতিহ্যবাহী ঢেম ঢেমিয়া কালীর মেলাকে ঘিরে এর তিন কিলোমিটার জুড়ে স্থানীয় বিভিন্ন সড়কের মোড়ে মোড়েও রকমারি জিনিস-পত্রের দোকান বসতো।
কিন্তু করোনার কারণে এবার সবই ভেস্তে গেছে। পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েলুর রহমান জুয়েল জানান, প্রতিবছর কালীপূজায় মেলা বসে। এক মাস এ মেলায় নারী-পুরুষের ঢল নামে। মেলাটি বহুকালের হলেও করোনার কারণে মেলা এবার বন্ধ।
জনাব আবদুল কাদের,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বীরগঞ্জ জরুরী আদেশ দিয়েছেন, দিনাজপুরের উপর অর্পিত ক্ষমতা বলে অদ্র ১২-১১-২০২০ খ্রি তারিখ সকাল ১০ঃ০০টা হতে ১৫-১১-২০২০ খ্রি তারিখ বিকেল ৫ঃ০০ ঘটিকা পর্যন্ত মেলা আশে পাশের চতুর দিকে ২০০ গজ এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা মতে নিম্ন বর্ণিত কার্যসমূহের উপর নিষেধাজ্ঞা।
(১)পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে সমাবেশ।
(২)যে কোন ধরনের অস্ত্র বা লাঠিখোঠা আগ্নেয়াসস্ত্র বহন।
(৩)যে কোন ধরনের স্লোগান বা মিছিল করা।
(৪)এমন কোন কার্য করা না হয় যাতে সুষ্ঠ পরিবেশ ব্যাহত হতে পারে।
(৫)ধর্মীয় আচার আচরণ পালনের সময় স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
যারা এ আদেশ লংঘন করবেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ধারার বিধান মোতাবেক শান্তি মূলক ব্যবস্তা গ্রহণ করা হবে।
তিনি বলেন, ‘করোনার কারণে এবার মেলা বসানোর অনুমতি দেওয়া হয়নি। কারণ মেলায় যে পরিমাণ মানুষের আনাগোনা হয় তাতে এলাকার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। সেই দিকটি বিবেচনা করে সবার মঙ্গলের স্বার্থেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
