দিনাজপুরে আধুনিক ঔষধের দোকান উদ্বোধন করলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক


মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুরে মডেল ফার্মেসী ও মডেল মেডিসিন শপের উদ্বোধন ও ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ সোমবার সকালে দিনাজপুর মেডিকেল হাসপাতালের সামনে ও শহরের চারুবাবুর মোড়ে মোট ১১টি মডেল ফার্মেসী এবং মডেল মেডিসিন শপের উদ্বোধন করা হয়। এসময় বেলুন উড়িয়ে ও ফিতাকেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক এইসব ঔষধের দোকান উদ্বোধন করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। পরে তিনি ঐসব ফার্মেসীর দোকান পরিদর্শন করেন। এছাড়াও দুপুরে বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি জেলা শাখার সহযোগিতায় আধুনিক ঔষধ দোকানের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা এবং নকল, ভেজাল, আনরেজিস্টার, মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রতিরোধ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ, বিসিডিএস জেলা শাখার সভাপতি মমিনুল ইসলামসহ সংস্লিষ্ট অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ