সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ- মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ এর পক্ষ থেকে সংগঠনের পটিয়া পৌরসভা সাবেক সাধারণ সম্পাদক ও ছবুর রোড় রুপা- নিপা ফ্যাশনের কর্নধার উদীয়মান সমাজ সেবক দিদারুল আলম ১৩ নভেম্বর শুক্রবার ১১টার সময় করোনা ভাইরাস থেকে গণসচেতনতার লক্ষে জঙ্গলখাইন ও নাইখাইন এলাকার হযরত শাহসুফী কাজী বারেক শাহ্ (রঃ) জামে মসজিদ, মনু সিকদার জামে মসজিদ, ফজু সওদাগর জামে মসজিদ,বায়তুল মিরাজ জামে মসজিদ সহ ১০টি মসজিদে ইমামদের হাতে মাস্ক, সাবান ও টিস্যু প্রদান করেন মোসল্লিদের জন্য। । যাতে মোসল্লিরা পরিস্কার পরিছন্নতা থেকে করোনাভাইরাস থেকে রক্ষা পায়।
মাস্ক সাবান টিস্যু বিতরণ কর্মসূচি উদ্ভোধন করেন পটিয়া-কর্ণফুলী মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সমন্বয়কারী জাফরুল ইসলাম, দৈনিক জনতার সাংবাদিক সেলিম চৌধুরী, ব্যাবসায়ি মোঃ আক্কাস প্রমুখ।
পটিয়া মাইজভান্ডারী হক কমিটির পটিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। সাবান ও পানি দিয়ে ঘনঘন পুরো হাত ধোয়ার পাশাপাশি অ্যালকোহলমুক্ত স্যানিটাইজার দিয়ে তালুসহ হাত পরিস্কার রাখতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় হাতের কনুইয়ের ভাঁজে বা টিস্যু দিয়ে নাক ঢাকতে হবে এবং ব্যবহৃত টিস্যুটি দ্রুত বন্ধ ডাসবিনে ফেলে স্যানিটাইজার বা সাবান ও পানি দিয়ে হাত পরিস্কার ও পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকতে হবে এর পাশাপাশি অপরিস্কার হাত দিয়ে চোখ, নাক, ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকার আহবান জানান।