ঝিনাইদহ যুবলীগের আয়োজনে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর থানা যুবলীগের আয়োজনে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে। শুক্রবার জুম্মাবাদ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের চুয়াডাঙ্গা দারুল কোরআন হাফেজীয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে রান্না খাবার পরিবেশন করা হয়। সদর থানা যুবলীগের আহবায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহীম খলিল রাজা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ বাসের আলম সিদ্দিকী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি ডাক্তার সিরাজ, সমাজ সেবক মুরাদ খানসহ সদর থানা যুবলীগ ও স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ ফজলুল হক মনি এর বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ