খোন্দকার আব্দুল্লাহ বাশার, খুলনা ব্যুরো প্রধানঃ কোটচাঁদপুর পৌর বি এন পি'র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান খোকনের সভাপতিত্বে ৪নং ওয়ার্ড বি এন পি'র সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পিতিবার।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বি এন পি'র আহবায়ক কমিটির সদস্য,, কোটচাঁদপুর পৌর বি এন পি'র আহবায়ক ,, সাবেক সফল পৌর মেয়র জননেতা এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল,, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বি এন পি'র সদস্য,, পৌর বি এন পি'র সদস্য সচিব, বারবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর মোঃ ফারুক হোসেন খোকন,, জেলা বি এন পি'র সদস্য বর্ষীয়ানরাজনীতিবিদ মোঃ আবু বকর বিশ্বাস,, পৌর বি এন পি'র যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম,, আব্দুর রশীদ সরদার,, মোঃ রোস্তম কবির,, খন্দকার শরাফত হোসেন কাউন্সিলর,, হাফিজুর রহমান স্বপন,, বি এন পি নেতা জামাল সরদার,শাহরিয়ার রহমান মামুন, যুবদল আহবায়ক ফয়েজ আহমেদ তুফান, সদস্য সচিব সেলিম রেজা মধু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোন্দকার আব্দুল্লাহ বাশার, সেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম শাহান,, ছাএদল এর আহবায়ক সাজ্জিদ ইসলাম নিশু,, সদস্য সচিব ফজলে রাব্বি,, ছাত্র নেতা মেহেদী হাসান করিম,, শাওন খান,, সাজিদ ইসলাম রকি, হুমায়ুন আজাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় উপস্থিত সকলের সর্বোসম্মতিক্রমে -- মোঃ মিজানুর রহমান খোকন কে সভাপতি ,,, মোঃ হোসেন আলী ( সাবেক কাউন্সিলর) কে সাধারণ সম্পাদক ও মোঃ শুকুর আলী কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল ।