গভীর রাতে অসহায় মানুষের পাশে নবীনগরের ইউএনও একরামুল সিদ্দিক

এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গভীর রাতে বস্ত্রহীন অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে শ্রীত বস্ত বিতরণ করেন ইউএনও একরামুল সিদ্দিক।

শনিবার গভীর রাতে কনকন শীতে আর হীমেল হাওয়ায় জুবুথুবু হয়ে কাঁপতে থাকা ও গভীর রাতে পলিথিন মোড়ানো ঘরে কোনোমতে ঘুমিয়ে পড়া নবীনগর পৌরসভার নারায়নপুর হাছান শাহ মাজারে কিছু অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে তিনি কম্বল বিতরণ করেন।

মানবতার ফেরিওয়ালা ইউএনও একরামুল ছিদ্দিক বলেন,আমাদের আশে পাশে এমন অনেক অসহায় ছিন্নমূল মানুষ অাছে যারা এই কনকন শীতে শীত বস্ত না থাকায় তারা ঘুমাতে পারছে না।অামাদের সবার উচিত তাদের পাশে দাড়াঁনো।আমি আমার সাধ্যমত তাদের কে সহযোগীতা করেছি,পর্যায় ক্রমে পূরো উপজেলার শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ