ব্রাক্ষনবাজারের উদ্দ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা


মোঃরেজাউল ইসলাম শাফি,কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃসামাজিক সংগঠন আলোর নিশান ব্রাক্ষনবাজারের উদ্যোগে  গত ১৮ ডিসেম্বর  রোজ শুক্রবার, হিংগাজিয়া সিনিয়র  মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও ব্রাহ্মণবাজার বায়তুল মা-মুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব ও ইমাম হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী (রহ.) এর ইসালে সাওয়াব মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা এবং ইসলামি গজল সন্ধ্যার আয়োজন করা হয় । 

সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব, ফখরুল ইসলাম ও সদস্যা সাঈদ আহমদ এর যৌথ পরিচালনায়, যুগ্ম আহ্বায়ক সুয়েব আহমদের সভাপতিত্বে  উক্ত আলোচনা সভায়, প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন RAB-১ ঢাকার সহকারী পরিচালক জনাব নোমান আহমদ, এছাড়াও উক্ত আলোচনা সভায় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান, হাফিজ আলাউর রাহমান টিপু, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, কাজী মাও. ফজলুল হক খাঁন সাহেদ, ৫নং ব্রাক্ষনবাজার ইউ পি চেয়ারম্যান, প্রভাষক মমদুদ হোসেন, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, জনাব ফয়জুর রহমান,  ইউসুফ- তৈয়বুন  বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমদ, হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদ খাঁন,আব্দুল মুক্তাদির সিদ্দিকী,  প্রমুখ। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন , নজরুল ইসলাম, এমদাদুল হক, হা: আব্দুর রউফ, নোমান আহমদ, সুলতান আহমদ, সবুজ আহমদ, জায়েদ আহমদ, মুহিবুর রহমান, আব্দুল কাইয়ুম, মঞ্জুরুল ইসলাম মিজু সহ আরো অনেক। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, বর্তমান সময়ের নন্দিত ইসলামি সংঙ্গীত শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল। 

এছাড়াও সংঙ্গীত পরিবেশন করে মদীনার কাফেলা ইসলামি শিল্পী গুষ্টি ব্রাক্ষনবাজারের শিল্পী বৃন্দ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ