গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্লার্ক চলে গেলেন না ফেরার দেশে



স্টাফ রিপোর্টারঃ গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের ক্লার্ক রফিকুল ইসলাম চলে গেলেন না ফেরার দেশে। যশোর জেলার ঝিকরগাছা উপজেলাধীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সদালাপী মিষ্টভাষী অফিস সহকারি রফিকুল ইসলাম আজ ২৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাা ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্র থেকে জানা যায় তিনি গত মঙ্গলবার থেকে শারীরিক অসুস্থতা জনিত কারণে নিজ বাড়িতে গ্রাম্য ডাক্তার এর মাধ্যমে চিকিৎসাধীন ছিলেন ।আজ সকাল দশটার দিকে নিজ সন্তানের বাইকে চড়ে দীর্ঘদিনের ভালোবাসার কর্মস্থল গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের অফিস কক্ষে হাজির হন। সেখানে প্রধান শিক্ষক তার আগমনে সকল শিক্ষক-কর্মচারীকে তার কাছে ডেকে তার খোঁজ খবর নিতে উদ্বুদ্ধ করেন এবং উপস্থিত সকলেই তার শারীরিক অবস্থা দেখে অফিস সহকারী রফিকুল ইসলামকে শীঘ্রই হসপিটালে যাওয়ার জন্য অনুরোধ জানাই ।অনুরোধের প্রেক্ষিতে আজ বিকালের দিকে তিনি২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চিকিৎসার জন্য ভর্তি হন সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সকলের মায়া ত্যাগ করে চিরতরে পরপারে পাড়ি জমান। তার এই অকাল মৃত্যুতে অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুর রহমান, প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান ,বিদ্যোৎসাহী সদস্য প্রভাষক মহসীন আলী ,সদস্য কামরুজ্জামান ,বিপ্লব হোসেন, শামসুর রহমান, জাহাঙ্গীর আলম, শিউলী খাতুন, কামরুজ্জামান, জহুরুল ইসলাম ও ছবি রানী ঘোষ প্রমুখ।



সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ