পতেঙ্গার খেজুরতলা বীচ হতে হত্যাকাণ্ডের শিকার আলমগীরের মরদেহ উদ্ধার

পতেঙ্গার খেজুরতলা বীচ হতে হত্যাকাণ্ডের শিকার  আলমগীরের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি, হাসান রিফাতঃ
আজ দুপুর ১:০০ টার দিকে খেজুরতলা বীচ হতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ইপিজেড মডেল থানা।  প্রাথমিক তথ্যে মরদেহটি খেজুর তলা এলাকার মুক্তার হোসেনের বাড়ির জামাতা মোঃ আলমগীরের বলে জানা গেছে। 
শশুর বাড়ি হতে পাওয়া সম্পত্তির উপর ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করতেন আলমগীর। আলমগীরের পৈতৃক বাড়ি বাঁশখালী বলে জানা গেছে, তবে শ্বশুর বাড়ির সূত্রে পতেঙ্গায় তাঁর দীর্ঘদিনের বসবাস। 
আলমগীরের খেজুরতলা এলাকায় ইট বালির ব্যাবসার পাশাপাশি নিজস্ব টমটম ও পিকআপ ছিলো , যার মাধ্যমে সৌখিন ও সুন্দর জীবনযাপন করছিলো। সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘটনায় ৪ জনকে আটক করার খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ