কিশোরগঞ্জে এ বি এম আমিনুল হকের জানাজার নামাজ সু-সম্পন্ন

কিশোরগঞ্জে এ বি এম আমিনুল হকের জানাজার নামাজ সু-সম্পন্ন


মোঃ লাতিফুল আজম,নীলফামারী প্রতিনিধি: হাজারও স্বজন, অসংখ্য গুনগ্রাহী, বন্ধুবান্ধব, স্ত্রী, দুই ছেলে, এক মেয়ের পরম শ্রদ্ধা, ভালোবাসায় শেষ অশ্রুশসিক্ত নয়নে জানাজার নামাজ সু-সম্পন্ন শেষে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই  পানিয়াল পুকুর খয়ের দারোগা পাড়া গ্রামের মরহুম খয়ের উদ্দিন দারোগার ৩য় পুত্র ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না'র বড় ভাই এ বি এম আমিনুল হক আমিনকে শনিবার বাদ জোহর পৈতৃক নিবাসের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। উল্লেখ্য যে, তিনি গত  ১৬ ডিসেম্বর বুধবার  কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থয় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ