দৌলতপুরের নদীতে পড়ে যাওয়া যুবকে উদ্ধার অভিযান চলছে


তুহিন রানা (আব্রাহাম); খুলনা নগর প্রতিনিধিঃ দৌলতপুর খেয়াঘাট পারাপারের সময় আজ ১৫ই ডিসেম্বর সন্ধ্যা সাতটার সময় মাঝ নদীতে চলমান যাত্রীবাহী নৌকা থেকে পড়ে দৌলতপুর পাবলা দত্তবাড়ি এলাকার লিয়াকত আলী মোল্লার পুত্র এম এম জিয়া মাঝ নদীতে পড়ে যায়। ভিকটিম এম এম জিয়া এর চাচাতো ভাই এম এম শফিক জানান তার ছোটভাই মৃগী রোগী ছিলেন।

গতকাল মঙ্গলবার দৌলতপুর বাজারের উজাইর খুসবুর মালিক এম এম সফির ছোট ভাই জিয়া সন্ধ্যার পর দৌলতপুর খেয়াঘাট পারাপার হবার সময় নদীতে পড়ে নিখোঁজ হয়। তাকে খোঁজার চেষ্টা এখনও চলমান। তার সন্ধান যদি কোনো সহৃদয়বান ব্যাক্তি দিতে পারেন তাহলে উক্ত নম্বরে যোগাযোগ করার বিনীত অনুরোধ করা হল।

নান্নু মোড়ল - 01985-523686

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ