টাঙ্গাইলের ৫টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি ২০২১ খ্রি.অনুষ্ঠিত


ইন্জি.তারিকুল ইসলাম, টাংগাইল উপজেলা প্রতিনিধি: আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে টাঙ্গাইলের ৫টি পৌরসভার নির্বাচন। তৃতীয় ধাপে দেশের ৬৪ পৌরসভার মধ্যে এই ৫টি পৌরসভা রয়েছে।

সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০ খ্রি. রাজধানীর নির্বাচন ভবনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।

ঘোষিত তফসিল অনুযায়ী টাঙ্গাইল পৌরসভাসহ, ভূয়াপুর, সখীপুর, মধুপুর ও মির্জাপুর পৌরসভার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ চলতি বছরের ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি এবং আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

আর ৩০ জানুয়ারী এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ