চট্টগ্রাম দক্ষিন পতেঙ্গায় এক খতনা অনুষ্ঠানের আয়োজন

চট্টগ্রাম দক্ষিন পতেঙ্গায় এক খতনা অনুষ্ঠানের আয়োজন
বেলাল উদ্দিন সিনিয়র স্টাফ রিপোর্টার :চট্টগ্রামের দক্ষিন পতেঙ্গা ৪১ নং ওয়ার্ডে, ডিভাইস  কসমেটিক খতনা সেন্টারের উদ্যোগে – দিনব্যাপী এক খতনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত খতনা অনুষ্ঠানে  সভাপতিত্ব  করেন, হাজি মোহাম্মদ ইব্রাহিম খান। উদ্বোধক ছিলেন,  চট্টলার স্বনামধন্য কসমেটিক সার্জন, ফ্যামিলি মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা.এম.ওয়াই.এফ.পারভেজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে দঃ পতেঙ্গা ৪১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছালেহ আহামদ চৌধুরি, সাবেক কমিশনার হাজি ইসমাইল হোসেন, কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব আলমগীর হাসান, ডা.ইকবাল হোসেন ইমন, কৃষকলীগ নেতা জাবেদ হোসেন, সমাজসেবক হাজি জিয়াউদ্দিন সোহেল, সমাজ সেবক ইকবাল হোসেন, প্রাচিকসর বর্তমান সভাপতি মারুফ রহমান মনূ ও সাবেক সভাপতি প্রভাষক হাকিম মোঃ সেলিম রেজা, ডা.জামাল উদ্দিন, ডা.ইলিয়াছ প্রমুখ। সন্চালকের ভূমিকায় ছিলেন, ডিভাইস কসমেটিক খতনা সেন্টারের পরিচালক হানিফ খান জিলানী।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ