মোঃআকাশ সরকার,কুড়িগ্রাম প্রতিনিধিঃ উত্তরের সীমান্তবর্তী দারিদ্রপীড়িত জেলা কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়া প্রস্তাব মন্ত্রীসভায় অনুমোদন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সরকার প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কুড়িগ্রাম জেলার সর্বস্তরের জনগণ। সোমবার (২১ ডিসেম্বর) মন্ত্রীসভার ভার্চুয়াল সভায় ‘ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২০’ এর খসড়া অনুমোদন হওয়ার প্রতিক্রিয়ায় জেলা জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী, অভিভাবক ও পেশাজীবীসহ বিশিষ্টজনরা সরকারের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতাও প্রকাশ করছেন। সামাজিক মাধ্যমে চলছে সরকার প্রধানকে নিয়ে বন্দনা।
কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী সালমান দিদার জানান, ‘আমরা সত্যি উচ্ছ্বসিত। এটা জেলার জন্য অনন্য পাওয়া। এই বিশ্ববিদ্যালয় স্থাপন হলে শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, জেলায় কৃষির আধুনিকায়ন, গবেষণা ও উন্নয়ণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে এই বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখবে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি বরাবরের মতো আবারও কুড়িগ্রামের মানুষের প্রতি তার আন্তরিকতার বহি:প্রকাশ ঘটালেন।’
ওই কলেজের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘ এটা জেলাবাসীর বহুল প্রতিক্ষিত একটি পাওয়া। দেরিতে হলেও এই চাওয়ার বাস্তায়ন হচ্ছে এটা জেনে আমিসহ জেলাবাসী সত্যি শিহরিত। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমরা কৃতজ্ঞ। এই বিশ্ববিদ্যালয়ে আমি পড়ার সুযোগ না পেলেও আমাদের পরবর্তী প্রজন্ম পড়তে পারবে এটা ভেবেই ভালো লাগছে। কৃষি প্রধান কৃড়িগ্রামে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত অত্যন্ত যুগোপযোগী ও ফলপ্রসু হবে। এর ফলে এ অঞ্চলের শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশসহ এলাকার কৃষির উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রসারণ ঘটবে।’
শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবিন্দ সরকারের এই সিন্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, একটি বিশ্ববিদ্যালয় এ জেলার মানুষের প্রাণের দাবি। আওয়ামী লীগ সরকার শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এ জেলার মানুষের স্বপ্ন পুরণ করতে যাচ্ছে। সরকারের এই সিদ্ধান্ত জেলার মানুষের শিক্ষার সুযোগ সম্প্রসারণের সাথে কৃষির আধুনিকায়ন ও দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে। পাশাপাশি অর্থনৈতিক সূচকে কুড়িগ্রাম জেলার গুরুত্ব বেড়ে যাবে।
